১৮ নারী ফুটবলারকে বাদ দিচ্ছে বাফুফে !

সময়: 9:48 am - February 10, 2025 |

মানব কথা: কোচ পিটার বাটলারকে বিদায় না দিলে গণঅবসরে যাবেন, নানা অভিযোগ এনে এমন হুমকি দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। তারা এখনও তাদের দাবিতে অটুট। বাটলারের বিরুদ্ধে দাঁড়ানো নারী ফুটবলাররা ইংলিশ কোচের অধীনে অনুশীলনও করছেন না, বাফুফের অনুরোধের পরও। এই তালিকায় আছেন ১৮ ফুটবলার। দ্রুত অনুশীলনে না ফিরলে তাদের কপালই পুড়তে পারে।

বাফুফে শিগগির নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি করবে, ওই ১৮ জন নিজেদের দাবিতে অটল থাকলে তারা বাদ পড়তে পারেন। চুক্তিতে স্থান পাবেন যারা সংযুক্ত আরব আমিরাত সফরকে সামনে রেখে বাটলারের অধীনে অনুশীলন করছেন। এমন খবর জানা গেছে বাফুফের নাম প্রকাশ না করা বিভিন্ন সূত্র থেকে।

বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে তাদের ওপর চাপ দেবে না ফেডারেশন। সাবিনা-সানজিদা-ঋতুপর্ণাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করবেন কোচ পিটার বাটলার।

এদিকে বাফুফে সভাপতি আবারও বিদেশ সফরে যাওয়ায় সময় মতো অনুষ্ঠিত হচ্ছে না পূর্ব নির্ধারিত বাফুফের নির্বাহী সভা। তার আগেই নারীদের সঙ্গে কোচের দ্বন্দ্বের বিষয়টি মীমাংসা করেতে চায় ফেডারেশন।

Share Now

এই বিভাগের আরও খবর