দ.আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ

সময়: 6:36 am - August 28, 2024 |

মানব কথা: বৃষ্টি বিঘ্নিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মঙ্গলবার সফরকারীদের ৮ উইকেটে হারায় উইন্ডিজ। একই মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৩০ রানে।

এ নিয়ে টানা দুই টি-টোয়েন্টি সিরিজে একই ব্যবধানে প্রটিয়াদের হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিতে হয়েছিল সুপার এইট পর্ব থেকে।

বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৪ উইকেটে ১০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ঠিক হয় ১১৬ রান। ২২ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

২ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়া রোমারিও শেফার্ড হয়েছেন ম্যাচসেরা।

স্লো, গ্রিপিং পিচে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল ধীর। থিতু হয়েও ঝড় তুলতে পারেননি রিয়ান রিকেলটন (২৪ বলে ২৭), রেজা হেনরিক্স (২০ বলে ৯), এইডেন মার্করামরা (১২ বলে ২০)। দলটি লড়াইয়ের পুঁজি পায় ট্রিস্টান স্টাবসের ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই অলিক আথানেজকে হারায় স্বাগতিকরা। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে পাল্টা আক্রমণের আভাস দেন নিকোলাস পুরান। স্রেফ ১৩ বলে ৪টি ছয় ও ২ চারে ৩৫ রানের টর্নেডো ইনিংস খেলে থামেন তিনি। শাই হোপের সাথে দ্বিতীয় উইকেটে গড়েন ২০ বলে ৫৮ রানের জুটি।

৩৩ বলে অপরাজিত ৫৬ রানের জুটিতে বাকি কাজ সারেন হোপ ও শিমরান হেটমায়ার। ১৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। ২৪ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪২ রানে অপরাজিত থাকেন হোপ। প্যাট্রিক ক্রুগারকে ডিপ পয়েন্টের ফিল্ডারের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন এই ওপেনার।

১৬০.৭৮ স্ট্রাইক রেটে মোট ১৩৪ রান করে সিরিজ সেরা হোপই।

এর আগে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

Share Now

এই বিভাগের আরও খবর