বাড়ছে পদ্মার পানি, আতঙ্কিত রাজশাহীর নদী পাড়ের মানুষ
মানব কথা: ভারতের ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ার পর রাজশাহীতে ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানির উচ্চতা বেড়েছে ৩ সেন্টিমিটার। গতকাল বুধবার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পানির উচ্চতা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৩৩ মিটার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ৩২ মিটার। তিন ঘণ্টা পর সকাল ৯টায় এই উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৩ মিটারে।
গত সোমবার বেলা ৩টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল অপরিবর্তিত। ওই সব দিনে ১৬ দশমিক ৩০ মিটার উচ্চতায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে। এর আগে গত সোমবার সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ মিটার। ওই সময় পর্যন্ত পয়েন্টটিতে বিপৎসীমার ১ দশমিক ৬৭ মিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছিল।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, ফারাক্কার বাঁধের গেট খুলে দেয়ার বিষয়টি আমরাও শুনেছি। এই পদ্মায় এখনও সেই পানি আসেনি বলে ধারণা করছি। তবে স্বাভাবিকভাবে পদ্মার পানি বেড়েছে। গত ১২ ঘণ্টায় রাজশাহীর দরগাপাড়া পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে ৩ সেন্টিমিটার। সর্বশেষ সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমটার।
রাজশাহীর পবা উপজেলার ৮ নম্বর হরিয়ান ইউনিয়নের (চর খিদিপুর) মেম্বার সহিদুল ইসলাম বলেন, মধ্যচরে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। খিদিরপুর চরে বন্যার পানি ঢুকেছে। চরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ লোকালয়ে চলে আসছেন। গবাদিপশুসহ অন্য মালামালের জন্য অনেকেই আসতে পারছেন না।
ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়।