‘পোশাক শ্রমিকদের পাওনা না দিয়ে মালিকরা বিদেশ যেতে পারবেন না’

সময়: 2:50 pm - March 25, 2025 |

মানব কথা: ‘ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকদের কেউ বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এমন তথ্য দিয়েছেন।

উপদেষ্টা বলেন, ‘ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

তিনি বলেন, ‘যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’

‘কিছু ফ‍্যাক্টরি মালিক আছেন, নিজে গাড়ি ব‍্যবহার ও মার্কেট করছেন। আবার ঈদে বিদেশ চলে যান। তারা ঈদে আনন্দ করছেন। অনেকে বিদেশ থেকে ব‍্যবসা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের টাকা সময়মতো দিচ্ছেন না।’

‘শ্রমিকদের বলছি, ন‍্যায‍্য দাবি থাকলে কথা বলবেন। আর যদি কেউ অহেতুক দাবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা নেয়া হবে,’ বলেন সাখাওয়াত হোসেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার মার্চের মধ্যে নিশ্চিত না করতে পারলে বাংলাদেশে বিরুদ্ধে মামলা করবে আইএলও। তবে আইএলও-এর সব শর্ত আমরা মার্চের মধ্যে পূর্ণ করতে পারব বলে আশা করছি।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর