খালেদা জিয়া সুস্থতা কামনায় ডিইএব’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানব কথা: ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ – ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দেশে আসার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএব মহাসচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন। সভায় সভাপতিত্ব করেন এস,এম, আমিরুজ্জামান বিলাস আহবায়ক ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখা,সভা সঞ্চলনায় ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন সদস্য সচিব ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখা এছাড়া ডিইএব কেন্দ্রীয় কমিটি ও PWD শাখার অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দ্রুত দেশে আসার জন্য দোয়া করা হয়।