ইসরাইলে ব্যাপক রকেট হামলা হামাসের

সময়: 9:36 am - April 7, 2025 |

মানব কথা: গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরাইলে চালানো সবচেয়ে বড় এই হামলায় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। হামলাকে গাজায় ইসরাইলি গণহত্যার সরাসরি প্রতিশোধ বলে অভিহিত করেছে হামাস।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিভাগই প্রতিহত করা হয়েছে।

গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরাইলে চালানো সবচেয়ে বড় এই হামলায় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এই হামলাকে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি গণহত্যার সরাসরি প্রতিশোধ বলে অভিহিত করেছে হামাস।

সোমবার (৭ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল, আল-জাজিরা, মিডল ইস্ট আই।

ইসরাইলি চ্যানেল-১২ জানিয়েছে, একটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে আঘাত করেছে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

এ হামলায় প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও হয়েছে আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর