ভারতে ওয়াকফ বিল: প্রতিবাদ করবে ইসলামী আন্দোলন

সময়: 10:05 am - April 16, 2025 |

মানব কথা: আগামী ২৬ এপ্রিল শনিবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে।

ভারতের ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন ও অব্যাহত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসাথে ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল শনিবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই ওই গণমিছিলে নেতৃত্ব দেবেন।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর