২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

মানব কথা: সিলেট টেস্টের প্রথম দিনটা নিষ্প্রভ যাবার পর আজ (সোমবার) দ্বিতীয় দিনেই নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। যে করেই হোক ঘুরে দাঁড়াতে হতো। নাহিদ রানা-মেহেদী মিরাজদের সৌজন্যে তার অনেকটা পারলোও বাংলাদেশ।
দ্বিতীয় দিনটা যদিও পুরোপুরি বাংলাদেশের নয়, তবে জিম্বাবুয়েরও নয়। খানিকটা হলেও নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে টাইগাররা। যদিও এখনো পিছিয়ে ২৫ রানে। জিম্বাবুয়ের ৮২ রানের লিডের বিপরীতে ৫৭ রান এসেছে স্কোরবোর্ডে।
তবে এই ইনিংসেও সুবিধা করতে পারেননি সাদমান ইসলাম। ফেরেন ৪ রান করে। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক আর উইকেট যেতে দেননি। জয় ৪২ বলে ২৮ ও মুমিনুল অপরাজিত আছেন ১৫ রানে।
এর আগে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে দিনের শুরুতেই নাহিদ রানার তোপের মুখে পড়ে। মাত্র ২ রান যোগ করতেই হারায় প্রথম উইকেট, বেন কারেনকে (১৮) ফেরান নাহিদ।
নাহিদের হাত ধরেই আসে দ্বিতীয় উইকেট। দলীয় ৮৮ রানের মাথায় ব্রায়ান ব্যানেটকে ফেরান তিনি। ৬৪ বলে ৫৭ রান করেন তিনি। ৩ বল পর ফের উদযাপনের উপলক্ষ আসে। এবার উইকেট পান হাসান মাহমুদ।
নিক ওয়েলচেকে ২ রানেই থামান তিনি। তাতে দিনের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। তবে শন উইলিয়ামস হয়ে উঠেন গলার কাঁটা। ক্রেইগ আরভিনকে নিয়ে ৪১ ও ওয়েসলি মাধেভেরেকে নিয়ে যোগ করেন ৪৮ রান।
আরভিন ৮ ও মাধেভেরে ফেরেন ২৪ রানে। উইলিয়ামস ফেরেন ফিফটি পূরণ করে মেহেদী মিরাজের প্রথম শিকার হয়ে। ৫৯ রান আসে তার ব্যাটে। তবে ততক্ষণে বাংলাদেশের ১৯১ রানের সংগ্রহ পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
এরপর উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর ৩৫ ও রিচার্ড এনগারাবার অপরাজিত ২৮ রানে আড়াই শ’ পেরোয় জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি করেন ১৭ রান। শেষ ৫ উইকেটের সবগুলো নেন মিরাজ। ৩ উইকেট নেন নাহিদ রানা।