ইউএনএইচসিআরের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

সময়: 3:16 pm - September 2, 2024 |

মানব কথা: বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এ সময় প্রধান উপদেষ্টা এ সমর্থন চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে নিউইয়র্কে আসন্ন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ জানান।

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন বলে প্রধান উপদেষ্টাকে তিনি জানান।
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর