পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা’র কমিটি গঠন

মানব কথা ডেস্ক:
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা’র কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সাংবাদিক এ এইচ এম ফারুককে আহ্বায়ক, মিতায়ন চাকমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজস্ব কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভূইয়াকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিতি ছিলেন।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- যথাক্রমে বাখের উদ্দিন, সাংবাদিক অয়ন আহমেদ, ব্যাংকার আবুল কালাম আজাদ এড. নাজমুল হাসান (নিজাম), আমিনুল হক, ব্যারিস্টার ইশতিয়াক হোসেন জিসাম, দিদারুল আলম ও আয়েশা খাতুনকে।
যুগ্ম সদস্য সচিব করা হয়েছে- যথাক্রমে এড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি), আল আমিন আহমেদ, রফিকুল ইসলাম, জাকের হোসেন শাহীন ও আবদুল্লাহ আল মামুন খোকনকে।