সিলেট গণপূর্তের আবু জাফর ও ইলিয়াসের বিরুদ্ধে টেন্ডার বানিজ্যের অভিযোগ

সময়: 7:41 pm - May 24, 2025 |

মানব কথা ডেস্ক: সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফরের বিরুদ্ধে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে টেন্ডার বানিজ্য মহাউৎসব করছেন। এপিপির কাজ ওটিএম দরপত্র আহবানের আই ডি গুলি হলো Id.no.1099104 Id.no.1087343 Id.no.1055598 Id.no.1038665 Id.no.1038298 Id.no.1037479 Id.no.1029990 Id.no.1029167 Id.no.1028085 Id.no.1027699 Id.no.1027589 Id.no.1025322 Id.no.1013076 Id.no.1011663 উক্ত ওটিএম কাজের দরপত্র আইডি পছন্দের ঠিকাদারদের ১০% লেসে রেট কোট দিয়ে কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন মোঃ আবু জাফর। এই সকল কাজের প্রাক্কলন অনুমোদন ও টেক অনুমোদনে ৫% কমিশন নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইলিয়াস আহমেদ কোটি কোটি হাতিয়ে নিয়েছেন। ইলিয়াস আহমেদ ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ছিলেন তাই তাকে ঢাকা হতে সিলেট বদলী ছিলই যথেষ্ট তিনি যে অনিয়ম ও দুর্নীতি ধরা সরা জ্ঞান করছেন গোটা গণপূর্ত অধিদপ্তরের মাফিয়াখ্যাত প্রকৌশলী ইলিয়াস সিন্ডিকেট নামে পরিচিত। ইলিয়াস সুকৌশলে সিলেট তিন হাজার কোটি টাকার কাজ আসছে ও বর্তমান হচ্ছে বিধায় সিলেট গণপূর্ত সার্কেলে পোস্টিং নেন সবার নজরে বাইরে যাওয়ার জন্য মুলত সিলেট বদলী হয়েছেন। সিলেটে ভোল পাল্টিয়ে বিএনপির নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সিন্ডিকেট গড়ে তুলেছেন। মোঃ আবু জাফর কে ইলিয়াস শিষ্য বানিয়ে সিলেট ক্যান্সার, হার্ট ও কিডনি হাসপাতাল ডিপিপির বাহিরে রিমিনিং ওয়ার্ক দেখিয়ে ১৮ কোটি টাকার দরপত্র আহবান করিয়েছেন যার আই ডি নং ১০৯০৬৬১ এই কাজ টি হাসপাতাল ভবন নির্মান কাজের ফ্যাসিবাদি ঠিকাদারী প্রতিষ্ঠান কে দেওয়ার জন্য ইলিয়াস ও আবু জাফর ১০% কমিশন নিয়েছেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিজওনাল ভবন নির্মান প্রকল্পের আওতায় ডিপিপির পাচ টি প্যাকেজ একত্রিত করে ইলিয়াস আহমেদ তার পেয়ারের ঠিকাদার ঢাকা থেকে হায়ার করে সিলেটে কাজ পাইয়ে দিচ্ছে উক্ত দরপত্র যুক্ত করেছেন সাব-ষ্টেশন, এসি সাপ্লাই, জেনারেটর, ইলেকট্রিক ক্যাবেল, ইন্টারনেট, টেলিফোন ক্যাবেন সাপ্লাই ও সিসিটিভি ক্যামেরা একটি অভিনব শর্ত দিয়ে দরপত্র আহবান করেছেন যা ঢাকার দুই চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানের একক কাজ নেই। উক্ত কাজের দরপত্র আইডি নাম্বার ১০৮৯০২১। সিলেট সার্কেল ইলিয়াস সিন্ডিকেট জিম্মি হয়ে যাচ্ছে ৫ জানুয়ারি ড্যামি নির্বাচনে খুনি হাসিনা কে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সর্ব প্রথম ফুলেল শুভেচ্ছা জানান ইলিয়াস আহমেদ। এই ইলিয়াস একাধিক ছাত্র ও জনতা হত্যা মামলার আসামী তাকে এখানো বিচার আওতায় আনা না হলে স্বাধীন দেশে নিরপত্তাহীনতায় থাকবে। এই ইলিয়াস ও জাফর সিন্ডিকেটের হাতে সিলেট গণপূর্ত বিভাগের তিনটি প্রকল্পের দরপত্র লাইভে আছে যার আই ডি নং ১১১২১১৬, ১১০৩৮৭০ ও ১১০৩৭৬০ এই গুলি বর্তমানে টেন্ডার মাফিয়াখ্যাত ইলিয়াস ব্যস্ত সময় পার করছে বলে একাধিক ঠিকাদার অভিযোগ করেছে। সিলেট গণপূর্ত বিভাগের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প ঝুকির মুখে আছে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ইলিয়াস আহমেদ কাছে আমরা অসহায় পড়ছে সাধারণ ঠিকাদার ও সাধারণ ছাত্র এবং জনতা।

Share Now

এই বিভাগের আরও খবর