নারীপ্রেমে গৃহবধূ, পারিবার ছেড়ে একসঙ্গে বসবাস

সময়: 10:04 am - May 26, 2025 |

মানব কথা: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ায় দুই গৃহবধূর ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৫ মে) এ ঘটনা ঘটেছে রফিক মিয়ার ভাড়াবাড়িতে।

জানা গেছে, মারুফা (২৫) ও স্বপ্না (৩৫) নামের দুই নারী এখন একসঙ্গে বসবাস করছেন। স্বামী-সন্তান ফেলে তারা আলাদা হয়ে গেছেন। এখন তারা একে অপরকে ছাড়া থাকতে চান না।

বাসার মালিক রফিক বলেন, গতকাল রাতে তারা ভাড়ার জন্য আসে। জিজ্ঞাসা করলে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। এতে সন্দেহ হলে আমি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীকে জানাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মারুফার একটি ছেলে রয়েছে। সে সন্তানকে নিয়ে তিনি স্বপ্নার সঙ্গে বসবাস শুরু করেছেন। অন্যদিকে স্বপ্নার আগেই তিনটি সন্তান মারা গেছে। তাদের এমন সম্পর্ক স্বামীদের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

মারুফার স্বামী শাহজাহান ও স্বপ্নার স্বামী আব্দুল মতিন—দুজনেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন। তারা বলেছেন, এ পরিস্থিতি আমাদের সামাজিকভাবে হেয় করছে।

এদিকে দুই নারী জানান, তারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। কেউ বাধা দিলে তারা আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন। বাসার মালিক বলেন, তারা বিষপান করার কথাও বলেছে।

মারুফার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লাউটিয়া চরের ভিটা গ্রামে। তার বাবা কাজিম উদ্দিন। অন্যদিকে স্বপ্নার স্বামী মতিন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামাগাঁও এলাকার বাসিন্দা।

এ ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, এ রকম ঘটনা আগে কখনো দেখিনি। খুবই অস্বাভাবিক। এ ঘটনায় সামাজিক ও পারিবারিক জটিলতা তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর