আদালতে জেরার মুখোমুখি পরীমনি

মানব কথা: ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার (২৬ মে) আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন।
সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ৯ এ হাজির হন তিনি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল তিনটায় নির্ধারণ করেছে আদালত।
গোয়েন্দা সংস্থার এজেন্ট! গুজব নিয়ে মুখ খুললেন বাঁধন
২০২১ সালের আটই জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করলে আলোড়ন পড়ে যায়।
পরে তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।
মামলার পরই উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করা হয়।
ওই বছরই তদন্ত শেষে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা সাত সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযুক্তরা হলেন নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। পরে এ মামলার বিচার কাজ শুরু হয়। ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।