করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭

সময়: 2:50 pm - July 2, 2025 |

মানব কথা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭ জন।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন মোট ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.২১ শতাংশ।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪১৬ জন, মৃত্যু ১

নিহত ব্যক্তি ৭১ থেকে ৮০ বছর বয়সী এক নারী, যিনি সিলেট বিভাগে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। এর মধ্যে চলতি বছর (২০২৫) এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

একই সময়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন। এর মধ্যে ২০২৫ সালে শনাক্তের সংখ্যা ৬০৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও সংক্রমণের হার আগের তুলনায় অনেক কম, তবুও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে সচেতনতা এবং টিকা নেওয়ার গুরুত্ব অপরিহার্য।

Share Now

এই বিভাগের আরও খবর