২৪ ঘণ্টায় আরো ১১ জনের করোনা শনাক্ত

মানব কথা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যাননি। সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (৬ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এ সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ ভাইরাসটিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্টে—যেদিন ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন। তবে ২০২২ সালের পর থেকে সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসে।
বর্তমানে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসচেতনতা ও সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করছেন।