আখাউড়ায় ‘ধর্ষণের’ শিকার প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

মানব কথা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) বিকেলে খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজারসংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নরসিংদীর গজারিয়া গ্রামের বাসিন্দা মো. তরিকুল ইসলাম তুষার (২১) কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
তবে অভিযোগ রয়েছে, ঘটনার পর পুলিশ ও মাজার কমিটির কিছু সদস্য বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
রাত ৮টার দিকে ওই কিশোরী বিনা চিকিৎসায় মারা যায়। রাত ১১টার দিকে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
মাজার কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ অভিযুক্ত তরিকুলকে রাতেই গ্রেপ্তার করে।
মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু জানান, “তরিকুলের আচরণে অসংলগ্নতা রয়েছে, তবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।”
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, “আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে, তবে বিষয়টি আদালতের বিচারাধীন।”