অব্যাহতির সিদ্ধান্ত মানেন না আনিসুল-রুহুল-মুজিবুল

মানব কথা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন দলের তিন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে তাঁরা জানান, জি এম কাদের বেআইনিভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁরা নিজেদের পদে বহাল আছেন।
চাঁদাবাজ-দখলদারদের বিএনপি বরদাশত করে না: রিজভী
জাপার সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পদে থাকা এই তিন নেতা বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান এককভাবে কাউকে অব্যাহতি দিতে পারেন না। এ বিষয়ে যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সেটিও অবৈধ, কারণ বৈঠক ডাকার ক্ষমতা মহাসচিবের।
মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, “জি এম কাদের যখন বেসরকারি কোম্পানির ম্যানেজার ছিলেন, তখন আমি সংসদ সদস্য। শুধু এরশাদের ভাই বলেই তাঁকে চেয়ারম্যান মেনে নেওয়া হয়েছিল।”
তাঁরা জানান, জি এম কাদেরের স্বৈরাচারী আচরণেই আজ দলের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এক সপ্তাহে ১১ জনকে অব্যাহতি দেওয়ার ঘটনায় জাপার ভেতরেই অস্থিরতা দেখা দিয়েছে।
এদিকে, গতকাল জাপার মহাসচিব পদে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেওয়ার ঘোষণাও এসেছে কেন্দ্রীয় দপ্তর থেকে।
প্রসঙ্গত, আগামীকাল বুধবার জি এম কাদের গণমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।