সরক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ৬
মানব কথা: সিরাজগঞ্জে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের এসিআই কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক নুরুজ্জামান (৫২), তার বড় ভাই মোহাম্মদ তারেক (৫৮), একই গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪৮), তার বড় ভাই আব্দুল মজিদ (৫৫), জাহাঙ্গীর আলম (৫৮) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্ম বয়রা গ্রামের সিএনজি চালক রাশিদুল ইসলাম। এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পরিবারের ৪ ভাই ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ অপর একজন সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নিহতদের পরিবার জানায়, তারা অফিসিয়াল কাজে সিএনজিযোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন। এ সময় ওই স্থানে সিএনজি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে তারা নিহত হন। ঘটনার পরপরই সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এসে নিহতদের লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে কামারখন্দ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় শোক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা আমির খ ম সাকলাইনসহ আরো অনেক।