গাজায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে আলোর মৌন মিছিল
সময়: 11:23 am - July 13, 2025 |

মানব কথা: ফিলিস্তিনের গাজার ছিটমহল এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে প্রতিবাদী আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ বামপন্থি আন্দোলনকারী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সদরদপ্তরের পাশে কাপলান স্ট্রিটে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায়।
এ মিছিলে নিহত শিশুদের ছবি ও তাদের নাম, নিহত হওয়ার তারিখ ও স্থান উল্লেখ করা হয়। চলতি বছরের শুরুতে গাজায় অস্ত্রবিরতি থাকলেও ১৮ মার্চ থেকে ফের ইসরায়েলি হামলা শুরু হয়। তারপর থেকে এ ধরনের মিছিল নিয়মিত হচ্ছে।
সেই সঙ্গে তেল আবিবের হাবিমা স্কয়ারে ডানপন্থি সরকারের বিরুদ্ধে আরও জোরালো বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারের নীতি ও হামলার তীব্র প্রতিবাদ জানান।
গাজার ২১ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রায় ৫৮ হাজার মানুষের মৃত্যু ঘটেছে, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী।