৩ ইস্যুতে ঐকমত্য কমিশনের বৈঠক আজ

সময়: 12:16 pm - July 13, 2025 |

মানব কথা: আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে এ সংলাপ। অংশ নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি ও আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে—প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা জারির সাংবিধানিক কাঠামো।

আলোচনার সূচনায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সূচনা বক্তব্য রাখবেন। এরপর ধারাবাহিকভাবে উত্থাপন করা হবে প্রধান বিচারপতির নিয়োগ ইস্যু, যেখানে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হবে।

এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যৌক্তিকতা ও কার্যকারিতা নিয়ে আলোচনা হবে, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি জরুরি অবস্থা জারির বিষয়ে বিদ্যমান আইন ও প্রয়োগ পদ্ধতির পর্যালোচনা এবং তা সংস্কারের সম্ভাবনাও থাকবে আলোচনায়।

এর আগে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নির্বাচন কমিশনের কাঠামো, মিডিয়ার ভূমিকা, দলীয় প্রধানদের ক্ষমতার ভারসাম্য ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কমিশন আশা করছে, শেষ পর্যন্ত একটি যৌথ প্রস্তাবনায় পৌঁছানো সম্ভব হবে, যা ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গড়বে।

Share Now

এই বিভাগের আরও খবর