আওয়ামী লীগের সন্ত্রাসী অস্তধারী দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে: মাহবুবউদ্দিন খোকন

সময়: 12:30 pm - September 8, 2024 |

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনীধি: নোয়াখালীর চাটখিলে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে উপজেলার ৩ নং হাটপুকুরিয়াবাগ ইউনিয়ন বিনাই তোলা শাহ আমানত শাহ জামে মসজিদ প্রাঙ্গণ বদলকোট ইউনিয়ন মোহাম্মদপুর ইউনিয়নের কুলেশ্রী ও পরানপুর চাটখিল পৌরসভার হালিমা দিঘীরপাড় দৌলতপুর দৌলতপুর ওয়ার্ড কয়েক হাজার বন্যা ক্ষতিগ্রস্ত সবাই পরিবারকে আর্থিক ও এান সামগ্রী বিতরণ করেন । পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মেয়র মোস্তফা কামাল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাজাহান রানা পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌরসভার বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, নূরুল হুদা পিন্টু, জিএস ফরিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, মহিলা নেত্রী পপি আক্তার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, মোজাম্মেল হোসেন লন্টু,দেলোয়ার হোসেন রিয়াজ খন্দকার
উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক দুলাল হোসেন সচিব হাজী মাসুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাছান,আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের আহ্বায়ক খোন্দকার, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাবেক এমপি খোকন বলেন বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্ত পানি কি নামছে না। এটা কি নদীর জোয়ারের পানি? এটা ইন্ডিয়ার পানি।

খাল সংস্কার নামে কোটি কোটি টাকা মেরে দিয়েছে আওয়ামী লীগের চোরেরা। এসব আওয়ামী লীগের চোরের দলদেরকে বিচারের আওতায় আনতে হবে। খালের পানি নিষ্কাশনের জন্য খালের সকল বাধ কাটার ব্যবস্থার আহ্বান জানান।
তিনি আরো বলেন ২০১৮ সালের নির্বাচনে সোনাইমুড়ী থানার ওসি আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছে। এসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, যে মাস্তানি, যে দখল করেছে। সেটা কি আমরা করতে পারব। বাধা দিতে হবে।
তিনি আরো বলেন সবাইকে জনগণের স্বার্থ অক্ষুন্ন রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবেনা। যারা করবে তাদেরকে বাধাগ্রস্থ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর