স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নতুন সিইও মোঃ হেদায়েত হোসেন আকাশকে ফুলেল শুভেচ্ছা
সময়: 1:46 pm - September 8, 2024 |
মানব কথা: মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মোঃ হেদায়েত হোসেন আকাশকে নিয়োগ দিয়েছে বোর্ড।
নতুন সিইওকে কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে তাকে গ্রহন করেন।
এসময় মোঃ হেদায়েত হোসেন আকাশ যোগদানের পরই কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি পরিচয় পর্ব ও মতবিনিময় সভা করেন।
মানব কথা’কে মোঃ হেদায়েত হোসেন আকাশ বলেন, বোর্ড থেকে আমি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছি। কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর আমি আনুষ্ঠানিকভাবে স্বদেশ ইসলামী লাইফে যোগদান করেছি।