শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

মানব কথা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন:
“মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।”
এই পদক্ষেপের ফলে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির অন্তত একটি পূরণ হলো। এছাড়া হাইকোর্টের আদেশে দুর্ঘটনার পূর্ণ তদন্ত, আহতদের বিদেশে চিকিৎসা এবং ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশনাও এসেছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।