মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

সময়: 12:53 pm - July 26, 2025 |

মানব কথা: পুর্ব শত্রুতার জেরে রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবীর গেটের সামনে গেটের সামনে ধারালো অস্ত্রের আঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধের ভিতরে ঘটনাটি ঘটে। পরে মূমুর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সারে ৩টার দিকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে মৃত সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার বলেন, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। তার বাবার নাম বশির উদ্দিন। বর্তমানে মোহাম্মদপুর পাবনা হাউজ গলিতে থাকে এবং সেখানে একটি হার্ডওযারের দোকানে কাজ করতো।

সুমন মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিতরে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। সেখানে মুন্না নামের এক ছেলে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে সুমনের বন্ধুরা তাকে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় সুমন। এ সময় সুমনের কাছ থেকে একটি মোবাইল নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর এলাকা থেকে স্বজন ও বন্ধুরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পায়ের রানে আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, মোহাম্মদপুর বুদ্ধিজীবি এলাকায় সুমন নামে এক যুবক খুন হয়েছে। জানতে পেরেছি মুন্না নামে এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। মুন্না ও সুমন পুর্ব পরিচিত। তারা মোহাম্মদপুর এলাকায় একই সঙ্গে চলাফেরা করতো। দুজনের নামেই আগে থানায় মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর