চাটখিলে খাদ্য ভেজাল বিরোধী অভিযানে ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সময়: 1:05 pm - July 26, 2025 |

আনিছ আহম্মদ,চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা সদরের প্রধান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

সরকার ঘোষিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। অভিযানে হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, পোল্ট্রি ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ট্রেড লাইসেন্স ও অন্যান্য লাইসেন্স না থাকা ইত্যাদি অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

পূর্বানী হোটেল – ৪০,০০০ টাকা

আলাউদ্দিন সুইটস – ২,০০০ টাকা

জিসান ফার্মেসি – ১০,০০০ টাকা

শাহ আলম পোল্ট্রি – ২,০০০ টাকা

মোহাম্মদীয়া হোটেল – ১৫,০০০ টাকা

আল-আমিন সুইটস – ৫০,০০০ টাকা

অভিযানে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী সার্বিক সহায়তা প্রদান করে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “জনস্বার্থে উপজেলার প্রতিটি হাটবাজারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share Now

এই বিভাগের আরও খবর