মনোহরদীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
সময়: 10:40 am - July 27, 2025 |

মানব কথা: নরসিংদীর মনোহরদীতে মাইক্রোবাস, অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কবির (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে ভজন (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত কবির নিজেও একজন ভ্যানচালক ছিলেন। তিনি উপজেলার নামা গোতাশিয়া গ্রামের বাসিন্দা।
আহত ভজনের বাড়ি রসুলপুর গ্রামে। তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নিহতের পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।