ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল

সময়: 11:00 am - July 27, 2025 |

মানব কথা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন।

মামলাটি করা হয়েছিল ২০১০ সালে, একটি বক্তব্যকে কেন্দ্র করে। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস। এরপর ২০২৪ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন।

পরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করা হয়।

আজ সেই শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ইউনূসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড তৌফিক হোসেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দেন আদালত।

Share Now

এই বিভাগের আরও খবর