আশুলিয়া-গাজীপুরে খুলেছে গার্মেন্টস কারখানা

মানব কথা: সোমবার ঢাকার আশুলিয়া ও গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো খুলতে শুরু করেছে। তবে সকাল থেকে কোনো কোনো কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতেও দেখা গেছে।
ধামরাইয়ে বাটা কোম্পানির সামনে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের রায়ট কার মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই আশুলিয়া ও গাজীপুরের একাধিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। ফলে অর্ধশতাধিক কারখানায় ছুটি দিয়ে দেয়া হয়। বিক্ষোভের সময় বেশ কিছু কারখানায় ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।
সূত্র : বিবিসি