চাটখিলে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আনিছ আহম্মদ,চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে এ সহায়তা কেন্দ্র।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার বদলকোট বাজারে উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের তত্ত্বাবধানে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
আহমেদ হানিফ, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা হুমায়ন কবির, বদলকোট ইউনিয়ন পূর্বাঞ্চল বিএনপি’র সভাপতি নুর নবী চৌধুরী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ প্রমুখ।
উপজেলার বদলকোট ইউনিয়নে কোন ভূমি অফিস না থাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না। এতে করে সাধারণ নাগরিক উপকৃত হবেন।