চাটখিলে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আনিছ আহম্মদ : নোয়াখালীর চাটখিলে অবৈধ ভাবে আবাদি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলনের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়ন ৪নং ওয়ার্ড মনোহরপুরে চাটখিল উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বদলকোট ইউনিয়নের মনোহরপুর পাটোয়ারী বাড়ীর মফিজুল ইসলামের ছেলে ওহিদ উল্লাহ প্রকাশ মাস্টার দীর্ঘ কয়েক বছর ধরে সপ্তগাঁও এলাকা সহ পার্শ্ববর্তী জেলা সমূহে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে আবাদি জমির বালি উত্তোলন করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তার লোকজন ও মালামাল আটক করা হয়েছে। উপস্থিত জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিয়া ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান উপজেলা যে কোনো এলাকায় আবাদি জমিনে বালু উত্তোলনে খবর পাবো সাথে সাথে অভিযান উপজেলার বদলকোট ইউনিয়নের মনোহরপুরের ওহিদ উল্লাহ অবৈধ ভাবে আবাদি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করা বালু মহাল আইন ২০১০ এ ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং ওহিদ উল্লাহ আর অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করবে না মর্মে অঙ্গীকার করেন।
তিনি আরো বলেন ,চাটখিল উপজেলায় কেউ যদি অবৈধ ভাবে আবাদি জমি বা অন্য কোন জলাশয় থেকে বালি উত্তোলন করে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সর্বসাধারণ আহ্বান জানাচ্ছি। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানার আওতায় আনা হবে। জনকল্যাণে এই অভিযান অব্যাহত থাকবে।