চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিলে পুলিশের এসআইকে কুপিয়ে গুরুতর জখম

মানব কথা: চট্টগ্রাম নগরীর ইশানমিস্ত্রি ঘাট এলাকায় সোমবার রাতে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) এর একটি ঝটিকা মিছিলের সময় পুলিশের এক এসআইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিছিলের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে গেলে এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এক জন পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্য বন্দর থানার এসআই আবু সাঈদ রানা। ঘটনাস্থল থেকে রাতেই অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতে মিছিলে অংশ নেওয়া কর্মীদের খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এই সময় এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান এবং তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
উপ কমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনার বিস্তারিত নিয়ে পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে।
ঘটনাস্থল ও আটককৃতদের নিয়ে তদন্ত চলছে।