বরিশালের মুলাদীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

সময়: 2:16 pm - August 24, 2025 |

মানব কথা: বরিশাল প্রতিনিধিঃ আজ বেলা ১০ ঘটিকায় মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নদীর পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত হওয়া ঘোষেরচর দাখিল মাদ্রাসাটি নাজিরপুরের পুরাতন প্রতিষ্ঠানের একটি। নদী ভাঙনের ফলে মাদ্রাসাটি নদী থেকে মাত্র ৫ গজ দুরে। দীর্ঘ প্রায় ৬৫ বছরে এই প্রতিষ্ঠান আলোকিত করেছে নদী বেষ্টিত এই অঞ্চলকে। এই মাদ্রাসাটি নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র। দুয়েকবার সামান্য কিছু জিও ব্যাগ দেয়া হলেও তার কোন আশানুরুপ ফলাফল আসেনি বলে দাবী এলাকাবাসীর।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জয়ন্তী নদী ভাঙনের কারণে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন খুব তীব্র আকার ধারণ করেছে। এ কারণে পুরো এলাকা হুমকির মুখে রয়েছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে আমাদের সবকিছুই নদীতে বিলীন হয়ে যাবে ও আমরা নিঃস্ব হয়ে যাব।’ ধ্বংষ হয়ে যাবে মাদ্রাসাটি। যেখানে আমাদের সন্তানেরা পড়াশুনা করছে। দ্রুত ভাঙন রোধে জিও টিউব ব্যাগ ও পাথর ফেলে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর