শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুর রহমান তরফদার
সময়: 10:48 am - August 30, 2025 |

মানব কথা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ৩০ আগস্ট অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ৩০ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় গত বৃহস্পতিবারই সম্পন্ন হয় তার শেষ কর্মদিবস।
সূত্র : বাসস