চবি ক্যাম্পাসে আবারও সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৩৫ শিক্ষার্থী

মানব কথা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ প্রায় ৩৫ জন শিক্ষার্থী।
সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা ব্যবহার করে হামলা চালায়, যার কারণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে।
গণমাধ্যমকে জানান, দুপুর ১টার দিকে দুই পক্ষের উত্তেজনা অব্যাহত ছিল। একপক্ষ লাটিসোটা নিয়ে বাচার দোকান এলাকায় অবস্থান নিয়েছিল, অন্যপক্ষ লন্ডনি বিল্ডিংয়ে। ঘটনার সময় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন না।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থীকে দেরিতে ভবনে প্রবেশের কারণে দারোয়ান মারধর করলে উত্তেজনার সূত্রপাত হয়। শিক্ষার্থীদের প্রতিবাদে স্থানীয়রা ইটপাটকেল ছোড়ে এবং রাতভর সংঘর্ষে অন্তত ৭০ শিক্ষার্থী আহত হন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রোববার দুপুরে আবারও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয়রা এলাকায় টহল দিতে থাকে। খবর পেয়ে দলবেঁধে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে ফের সংঘর্ষ শুরু হয়।
এই পরিস্থিতি চবি ক্যাম্পাসে সন্ত্রাস ও অশান্তির ঢেউ তৈরি করেছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর রয়েছে।