বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন

সময়: 10:21 am - September 1, 2025 |

মানব কথা: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উওর ও দক্ষিণ বিএনপি।

এর আগে বিএনপি জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এর আগে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটি জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সারা দেশে সব মহানগর ও জেলায় আলোচনাসভা ও র‌্যালি হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি হবে। এবার সেই কর্মসূচিতে পরিবর্তন আনলো দলটি।

Share Now

এই বিভাগের আরও খবর