বিসিবি গঠন করল তিন সদস্যের নির্বাচন কমিশন

মানব কথা: জাতীয় নির্বাচনের ব্যস্ততার মাঝে কিছুটা আড়ালে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কিছু দিন আগে গুঞ্জন ওঠে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে ‘অ্যাডহক কমিটি’ করা হতে পারে। তবে গুঞ্জন উড়িয়ে গেল সপ্তাহেই নির্ধারিত সময়ের জন্য নির্বাচন ঘোষণা করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের খবর নিশ্চিত করেছে। বোর্ডের সংবিধান ও বিধিমালা মোতাবেক নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে—
১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন – প্রধান নির্বাচন কমিশনার
২। মো. সিবগাত উল্লাহ, অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) – নির্বাচন কমিশনার
৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার
বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত নির্বাচনের সময় ছিল ২০২১ সালের ৬ অক্টোবর, অর্থাৎ নিয়ম অনুযায়ী চার বছরের ব্যবধানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।