যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

মানব কথা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের পাচার করা টাকা ৫ বাজেটের সমতুল্য: মঈন খান
তারেক রহমান বলেন, দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এখন আর বসে থাকার সময় নেই। দেশের মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে সবাইকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।
এসময় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান।
তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে লাভবান না হয় বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে— সে বিষয়ে সজাগ থাকতে হবে।
দেশের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারেরও আগে, প্রায় আড়াই বছর আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা পরিবর্তনের পক্ষে। তবে সেই পরিবর্তন হতে হবে জনগণের রায়ে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের মাধ্যমে।