শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

সময়: 10:11 am - September 23, 2025 |

মানব কথা: তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।

ইসি সচিব বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হচ্ছে। শুরুতে সংলাপে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিমালা ও প্রতীকসংক্রান্ত ভেটিং শেষ করে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে। তবে ওই তালিকায় শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।

তিনি আরও বলেন, এনসিপি শাপলা প্রতীক চাইলেও তা এখন আর তালিকায় না থাকায় তারা সেটি পাচ্ছে না।

ইসি সচিব বলেন, শাপলা না থাকায় এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করতে বলা হয়েছে। তবে কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর মধ্য থেকেই তাদের একটি বেছে নিতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর