টাইমস স্কয়ারে পূজার মঞ্চে নাচবেন জায়েদ-ঋতুপর্ণা
সময়: 1:35 pm - September 23, 2025 |

মানব কথা: নিউইয়র্ক টাইমস স্কয়ারে শারদীয় দুর্গাপূজার রঙিন আয়োজনের মঞ্চে এবার একসঙ্গে উজ্জ্বল হবেন দুই বাংলার দুই সুপারস্টার— ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।
বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত এই পূজা উৎসব চলবে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। উৎসবের শেষ দিনটি হবে বিশেষ চমকের—সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।
জায়েদ খান রাইজিংবিডিকে জানিয়েছেন, “এটি আমার প্রথমবারের মতো কোনও পূজা উৎসবে পারফর্ম। তাও আবার বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে একই মঞ্চে ওঠাও আমার জন্য বিশেষ আনন্দের।”
গত প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো সঞ্চালনা করছেন, যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
মানব কথা/সোহাগ//