টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময়: 11:06 am - October 16, 2025 |

মানব কথা: জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে দুই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের। এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভিশাখাপত্নমে শুরু হয়েছে ম্যাচটি। ১৫ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরির ধাক্কা খেল বাংলাদেশ। পেসার মারুফা আক্তার ছিটকে গেছেন দল থেকে। আগের ম্যাচে চোট পাওয়া নাহিদা আক্তারকেও রাখা হয়নি একাদশে। তাদের পরিবর্তে দলে এসেছেন অফ স্পিনার ফারিহা তৃষ্ণা ও ১৭ বছর বয়সী তরুণ পেসার নিশিতা আক্তার।

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলেও এসেছে দুই পরিবর্তন—দলে ফিরেছেন পেসার ডার্সি ব্রাউন এবং লেগ স্পিনার জর্জিয়া ওয়্যারহ্যাম।

২০২৪ সালের মার্চে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। সেই সফরে অজি মেয়েরা তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচেই জিতেছিল ৩–০ ব্যবধানে। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় তারা।

বাংলাদেশের অফ স্পিনার ফারিহা ইসলাম তৃষ্ণা ম্যাচের আগে বলেন, “দলের অবস্থা খুব ভালো। সবাই পরবর্তী ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে। গত ম্যাচে আমরা ভালো ব্যাটিং করেছি, বোলাররাও ভালো বল করেছে। ইনশাআল্লাহ অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা ভালো কিছু করতে চাই।”

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নিশিতা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

Share Now

এই বিভাগের আরও খবর