রাকসু নির্বাচন: ভোট শেষে গণনার অপেক্ষা

মানব কথা: শান্তিপূর্ণ পরিবেশে রাকসুতে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের। ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
এরই মধ্যে কেন্দ্র থেকে আসতে শুরু করেছে ব্যালট পেপার। সব ব্যালট পেপার আসলেই শুরু হবে ভোট গণনা, জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।
২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা
তিনি বলেন, ভোট শেষে আমাদের নিজস্ব গাড়িতে করে ব্যালট বক্সগুলো পুলিশী পাহারায় ভোট ফলাফল সেন্টারে আনা হচ্ছে। এরপর সেগুলো সর্টিং করে ভোট গণনার কাজ শুরু হবে।
তবে ঠিক কখন ভোট গণনা শুরু হবে তা বলতে পারেননি তিনি।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে মেয়েদের হলগুলোর ফলাফল হবে, এরপর ছেলেদের। সর্বশেষ রাকসুর ফলাফল ঘোষণা হবে।
এবার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশায় কর্তৃপক্ষ।
দীর্ঘ ৩৫ বছর পর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ভোটগ্রহণ হয়। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে হয় ভোটগ্রহণ। এবার ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এক নারী শিক্ষার্থী বলেন, আমি আসলে অনেক আনন্দিত। প্রথমবার ভোট দিচ্ছি। তার উপর ৩৫ বছর পরে ভোট হচ্ছে। আমরা অনেকটা সৌভাগ্যবান যে, ক্যাম্পাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।
আরেক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমি খুবই আনন্দিত। ভোটের পরিবেশ অনেক সুষ্ঠু।
এবার, কেন্দ্রীয় ২৩টি পদের মধ্যে রাকসুতে ২৪৭ জন, ১৭টি হল সংসদে ৫৫৫ জন এবং সিনেট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে রয়েছেন ১৬ জন।
এদিকে, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। জাল ভোট ঠেকাতে ছিল শিক্ষার্থীদের ইউনিক কার্ড যাচাইসহ নানা ব্যবস্থা। সিসিটিভির আওতায় প্র