দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: দেড় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে সিরিজ জয় করলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে লিড নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে গিয়েছিল টাইগাররা। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল স্বাগতিকরা।
মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জেতে লাল–সবুজরা।
ব্যাটে ঝড় তোলেন সৌম্য–সাইফ
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে আসে পঞ্চাশ। সৌম্য ৮৬ বলে ৯১ এবং সাইফ ৭২ বলে ৮০ রানের ইনিংস খেলেন।
তাদের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা মন্থর হয়। তাওহিদ হৃদয় ৪৪ বলে ২৮ ও শান্ত ৫৫ বলে ৪৪ রান করেন। শেষদিকে নুরুল হাসান অপরাজিত ১৬ ও মিরাজ ১৭ রান যোগ করেন।
স্পিনে ধস ক্যারিবীয় ব্যাটিং অর্ডারে
২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদের ঘূর্ণিতে ৩০ ওভার এক বল খেলেই অলআউট হয় ক্যারিবীয়রা।
নিজের প্রথম স্পেলে আলিক আথানজে ও আকিম অগাস্টেকে ফিরিয়ে দেন নাসুম। এরপর ব্রেন্ডন কিংকেও বোল্ড করে দেন তিনি। মিডল অর্ডারে আশার নাম শাই হোপকেও থামিয়ে দেন তানভির ইসলাম।
শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়েন আকিল হোসেন, তবে দলের পরাজয় রোধ করা সম্ভব হয়নি। ২৭ রান আসে তার ব্যাট থেকে—যা ইনিংসের সর্বোচ্চ।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন তিনটি করে উইকেট, মিরাজ ও তানভির শিকার করেন দুটি করে উইকেট।
দীর্ঘ বিরতির পর সাফল্যের হাসি
শেষবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দেড় বছর আগে। এরপর ব্যর্থতা ও সমালোচনার ঘূর্ণিপাকে পড়লেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় প্রমাণ করলো—টাইগাররা এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে শক্ত প্রতিদ্বন্দ্বী।
মানব কথা/ সোহাগ/আকাশ//