গণপূতের নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা আমানউল্লাহ সরকার ঢাকার ওয়াকিং পোষ্টিং বাগিয়ে নিতে মরিয়া
নিজস্ব প্রতিবেদক: গণপূতের নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা ও হত্যা মামলার আসামী আমানউল্লাহ সরকার ঢাকার ওয়াকিং পোষ্টিং বাগিয়ে নিতে মরিয়া।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে সাবেক এই ছাত্রলীগ নেতা ও হত্যা মামলার আসামী এবং মহাখালী গণপূর্ত বিভাগের তিন বছর যাবৎ নির্বাহী প্রকৌশলী পদে দায়িত্ব থাকা আমানউল্লাহ সরকার কে ঝালকাঠী গণপূর্ত বিভাগে বদলী করা হয়। এক বছর যেতেই ফ্যাসিবাদ সরকারের সাবেক গণপূর্ত মন্ত্রী মোকাদির চৌধুরীর অত্মীয় এর প্রভাব খাটিয়ে গণপূর্ত অধিদপ্তরের বদলী বানিজ্য, টেন্ডার বানিজ্য ও নিয়োগ বানিজ্যের মূল হোতা বস্তা ভর্তি টাকা নিয়ে বিভিন্ন স্থানে পোষ্টিং বাগিয়ে নিতে দেন দরবার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফ্যাসিবাদের দোসর অন্যতম দোসর আমানউল্লাহ সরকার শত কোটি টাকার মালিক বনে গেছেন ঢাকা শহরে
বাড়ি, একাধিক ফ্ল্যাট, ব্রাক্ষনবাড়িয়া এ ১০ একর জমি একাধিক ব্যাংকে নামে বেনামে শত শত কোটি টাকা জমা রয়েছে। ২০২১ সালে ফ্যাসিবাদ সরকার সময় ছাত্রলীগ নেতা খ্যাত , মহাখালী গণপূর্ত বিভাগে বদলী হয়ে টানা চার বছর যাবৎ নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পালন করে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রী ভাই শেখ সেলিম প্রভাবে চার বছরে কোটি কোটি মেরামত কাজ করে লুটেপুটে খায় বড় কমিশন দেয় শেখ সেলিম সাহেব কে এজন্য গনপূর্ত অধিদপ্তরের কোন কর্মকর্তা তার ভয়ে কথা বলত না। ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে শতকরা ৯০ ভাগ এবং উক্ত দরপত্রের কাজ পছন্দের ঠিকাদারদের ২০% কমিশনের বিনিময়ে কাজ দিতেন। পরবর্তী ফ্যাসিবাদ সরকার ২০২৪ সালে সরকার গঠন করার পর মোকদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হলে আমানউল্লাহ সরকার কে আর হাতে পায় তিনি রাতারাতি টেন্ডার বানিজ্য ও বদলী বানিজ্যের টাকা মন্ত্রীর পক্ষে কালেকশন করে পুরোপুরি গনপূর্ত অধিদপ্তরের মূল সিন্ডিকেটের হোতা বনে যান রাতারাতি শত শত কোটি টাকার মালিক বনে যান। আমানউল্লাহ সরকারের মহাখালী গণপূর্ত বিভাগে তিন বছরের বেশী হলে তাকে ১৪ জুলাই ২০২৪ তারিখ প্রধান প্রকৌশলী তাকে শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-২ বদলী করেন কিন্তু তিনি মন্ত্রীর দাফট দেখিয়ে রাতারাতি উক্ত বদলী আদেশ
বাতিল করেন। ফ্যাসিবাদের দোসর আমানউল্লাহ সরকার শত কোটি টাকার মালিক বনে গেছেন ঢাকা শহরে বাড়ি, একাধিক ফ্ল্যাট, ব্রাক্ষনবাড়িয়া এ ১০ একর জমি একাধিক ব্যাংকে নামে বেনামে কোটি কোটি টাকা জমা রয়েছে।


















