ভুমি অধিগ্রহণ অবকাঠামো মুল্য নির্ধারন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর বিরুদ্ধে

সময়: 11:38 am - December 14, 2025 |

মানব কথা ডেস্ক: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীন সড়ক প্রসস্থ কাজের ভূমি অধিগ্রহণের ব্যাপারে জেলা প্রশাসক ঢাকা অফিসের অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতি প্রসঙ্গে। যাহার এল.এ কেস নং-০৫.৩৩,০৬/২০২৪-২০২৫ (খারাঃ ৪ এর (১) নং উপধারা দ্রষ্টব্য) মোতাবেক। ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ করেছে আক্তারুজ্জামান নামে এক ভুক্তভোগী।

অভিযোগে তিনি বলেন, আমরা এলাকাবাসী কিছুদিন পূর্বে উপরে উল্লেখিত ৪ ধারা মোতাবেক যাহাদের রাস্তায় জায়গা ও স্থাপনা রহিয়াছে সে মোতাবেক আমরা নোটিশ পাই, সেই অনুসারে ঢাকা ডিসি অফিস হইতে সার্ভেটিম আসে এবং জরিপ করে চলিয়া যায়, পরে আমরা জানিতে পারি যাহাদের টিনশেড ঘর আছে/দোকান আছে এবং যার যে প্রকার বিল্ডিং আছে তাহাদের সাথে আর্থিক বিনিময়ে তাহারা যথেস্ট অবকাঠামো তাহাদের ইচ্ছমত, করিয়াছে শুনাগেছে কিছু টিন সেড ঘর ছাদ ও দেখাইয়াছে এমন কি সরকারী জায়গায় স্থাপনা ও যাহাদের আছে তাহাদের সাথে ও হাত মিলাইয়াছে এর কয়েকদিন পর শুনতে পারি P.W.D অফিস, ডিসি অফিস হইতে সার্ভে করিতেছে প্রকাশ থাকে যে. P.W.D এবং ডিসি অফিসের ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ারদের নিজস্ব দালাল চক্র প্রায় স্থাপনার মালিকদের সাথে তারা চুক্তি করিয়াছে কোন স্থাপনার কোন বিল্ডিং এর কত মূল্য চান, তারা ডিসি এবং P.W.D অফিসে আর্থিক লেনদেনের ইনভেস্টর তাহরা যেখানে যে পরিমান টাকা লাগিবে তাহারা ব্যবস্থা করিবে। তাহাদের স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি নামার শর্ত হিসাবে পার্টিদের টাকা পার্টিদের দিয়া বাকী টাকা তাহারা পাইবে ইহাতে প্রতিয়মান হয় যে দালালদের সাথে P.W.D ও ডিসি অফিসের কর্মকর্তা/কর্মচারী জড়িত তাহারা প্রকৃত Estimate হইতে ২/৩ গুন টাকা বাড়াইয়াছে, চুক্তিনামার ৪/৫ টা ফটোকপি আমাদের হস্তগত হইয়াছে প্রয়োজন হইলে মিডিয়াতে প্রকাশ করা হইবে। ইহা বন্দ না করিলে সরকারকে কোটি/কোটি টাকা ক্ষতি পূরণ দিতে হইবে। আপনারা যদি অন্যকোন সংস্থার মাধ্যমে পুনরায় যৌথভাবে জরিপ করান। তাহলেই খলের বিড়াল বাহির হইয়া আসিবে এবং P.W.D এবং ডিসি ঢাকা অফিসের দুর্নীতি বাজ কর্মকর্তা ও কর্মচারীরা ধরা পরিবে।

এলাকাবাসীর পক্ষ হইতে জোর অনুরোধ করছি আপনি ৭ ধারা নোটিশ বন্ধ রাখিয়া স্বরজমিনে পুনরায় তদন্ত করিলে বুঝতে পারিবেন তাহারা কি পরিমান সরকারী টাকা ক্ষতি সাধণ করিতেছে আপনার নিকট আরো বিশেষ ভাবে অনুরোধ রহিল যে, তদন্ত সাপেক্ষে ডিসি ড্রয়ি হেগেনে করান এখন সুইনা ঢাকা অফিস এবং P.W.D অফিসের দর্নীতিবাজ কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ আমাদের এই সরকারী টাকা আত্মসাৎ করিবার যৌথ প্রচেষ্টায় হরিলুট করেছেন। কোটি কোটি সরকারের আর্থিক ক্ষতি করে ঢাকা গণপূর্ত উপবিভাগ-৪ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খায়রুল আলম কোটি কোটি হাতিয়ে নিয়েছেন ও নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল ইসলাম তার ভাগ পেয়ে চুপচাপ থাকেন এই বিষয় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ষ্টাফ জড়িত রয়েছে এলাকাবাসীর পক্ষে মোঃ আকতারুজ্জামান বিভাগীয় কমিশনার, ঢাকার বরাবর অভিযোগ করেছেন। এ বিষয়ে দৈনিক মানব কথাকে উপ-বিভাগীয় মোঃ খায়রুল আলম বলেন অভিযোগ টি মিথ্যা কিছু দালাল কে আমরা পাত্তা দেয় নি এই অভিযোগ করছেন। এ বিষয়ে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেন নি।

Share Now

এই বিভাগের আরও খবর