তাইওয়ানে শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প
মানব কথা: তাইওয়ানে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টিতে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় তাইতুংয়ের বেইনান টাউনশিপে। এছাড়া তাইতুংয়ের পাশাপাশি হুয়ালিয়েন ও পিংতুং কাউন্টিতে ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
এছাড়া কাওশিউং, তাইনান ও চিয়াই শহরসহ নানতো, চিয়াই, ইউনলিন এবং চাংহুয়া কাউন্টিতে ৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় তাইওয়ানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানানো হয়েছে।

















