দারুল হিকমাহ মডেল মাদ্রাসার অভাবনীয় সাফল্য, শতভাগ পাস

সময়: 10:36 am - January 2, 2026 |

বরিশাল সংবাদদাতা: বরিশাল জেলার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান দারুল হিকমাহ মডেল মাদ্রাসা, মুলাদীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত, হিফজ বিভাগের সবক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ৩১শে ডিসেম্বর, বুধবার পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কেএম ইমাম হোসাইন আল ফাহমির সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইনের সঞ্চালনায় মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের নির্বাহী সদস্য এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা গভর্নিং বডির সদস্য সাংবাদিক নেতা মোহাম্মদ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, মুলাদী মহিলা কলেজের সভাপতি ও ঢাকা মর্ডান সিটি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মোঃ ইব্রাহিম হোসেন খান।
মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীগণ ১০০% পাস করেন; যার মধ্যে ১২০ জন এ প্লাস, ৭০ জন এ গ্রেডসহ শতভাগ সাফল্য অর্জন করে।
অনুষ্ঠানে হিফজ বিভাগের নতুন ছাত্রদেরকে কুরআনের সবক প্রদান করা হয়। শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এসময়ে প্রতি শ্রেণীতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগ, জেলা, থানা পর্যায়ে ৩৬টি পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানস্থলটি শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মিলনায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু হানিফ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান আপনার সম্পদ। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাকে যথাযথ ভূমিকা রাখতে হবে। উপজেলার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে আপনারা যথাযথভাবে সে ভূমিকা পালন করেছেন বলে আমি মনে করি।”
প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, কোমলমতি শিশু শিক্ষার্থীসহ শিক্ষার্থীদেরকে আদর যত্ন দিয়ে শিক্ষা দিবেন। আদর্শ মানুষ গড়ার নিপুণ কারিগর শিক্ষকগণ, আপনারা সে ভূমিকা পালন করবেন সন্তানদের মতো ভালোবাসা দিয়ে। শ্রেণীকক্ষে প্রনিয়ত প্রস্তুতি নিয়ে প্রবেশ করবেন, শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবেন। এ প্রতিষ্ঠান একসময় জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আপনারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানটি একসময় সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করবে ইনশা-আল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কবির খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম খান, মুলাদী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মনসুর হেল্লাজ, ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ দিদারুল আহসান ও ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মূলাদী শাখা ব্যবস্থাপক রুহুল আমিন বিশ্বাসসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share Now

এই বিভাগের আরও খবর