লছিটিতে শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধন

সময়: 1:41 pm - January 2, 2026 |

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ না হলে তাদের আত্মা আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি শুধু বাংলাদেশের নয়—বিশ্বজুড়েই আলোচিত এক নাম। তাঁর স্বপ্ন ছিল এ দেশে পরিষ্কার রাজনীতির ধারা প্রতিষ্ঠা করা।

শুক্রবার বিকেলে নলছিটি শহরের শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদ হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বরিশাল বিআইডব্লিউটিএ-এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চঘাট’ রাখা হয়েছে। স্থানীয়দের মতে, এ নামকরণ নলছিটির ইতিহাসে একটি গৌরবময় সংযোজন।

Share Now

এই বিভাগের আরও খবর