তীব্র শীতে কাঁপছে ঈশ্বরদী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

সময়: 8:41 am - January 5, 2026 |

মানব কথা: পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের ঠান্ডা বাতাসে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার এ তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সূর্যের দেখা না মেলায় কাজে বের হতে পারছেন না অনেক শ্রমজীবী মানুষ। দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও তেজ না থাকায় শীতের তীব্রতা কমেনি। ছিন্নমূল ও দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে শীতের প্রভাবে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, কয়েক দিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের আওতাভুক্ত। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, একই সময়ে চুয়াডাঙ্গায়ও শৈত্যপ্রবাহ বইছে এবং সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Share Now

এই বিভাগের আরও খবর