নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি নাসির উদ্দিন
মানব কথা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল দায়ের সংক্রান্ত বুথ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সিইসি জানান, মনোনয়নপত্র বাছাই ও আপিল প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক এসব বুথে নির্ধারিত জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।
ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি আগামী ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও কতগুলো বাতিল হয়েছে, তা রাতে প্রকাশ করা হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ফরম্যাটে কমিশন সচিবালয়ের সচিব বরাবর আপিল আবেদন দাখিল করতে হবে। আপিলের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। একটি মূল কপিসহ মোট সাতটি কপি দাখিল করতে হবে।
আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন আপিলসমূহ নিষ্পত্তি করবে। এ ছাড়া সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।












