প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

সময়: 11:58 am - January 5, 2026 |

মানব কথা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পাওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) তিনি ইসির সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন জমা দেন।

আপিল আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে যেন তিনি নির্বাচনে অংশ নেন। সেই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে ফিরতে চান।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় তিনি জানান, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি ও দুজন ভোটারের স্বাক্ষরসংক্রান্ত সমস্যার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাচ্ছেন। এ আপিল প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার (৫ জানুয়ারি) থেকে, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর